Showing posts with label cpa network site. Show all posts
Showing posts with label cpa network site. Show all posts

Thursday, 9 June 2016

CPA Marketing


Cpa মার্কেটিং কি ? কিভাবে শুরু করবেন এবং সফল হবেন 


এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action, এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। সেটা হতে পারে রেজিষ্টেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাইনলোড। CPA মার্কেটিং জন্য এডয়ার্ক মিডিয়া ও পীরফ্লাই ১ম সারির CPA নেটোয়ার্ক।

CPA মার্কেটিং বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন।
এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। যেমনঃ- ফর্ম সাবমিট
কেউ যদি আপনার মাধম্যে নিচের ছবির ন্যার একটি ফর্ম পুরন করে তাহলেই আপনাকে পে করা হবে।
যেহেতু ফর্ম পুরন কারীকে সাইটে কোন টাকা পে করতে হচ্ছেনা, সেহেতু ফর্মপুরনকারীর সংখা বেড়ে যায়। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব।
এখানে একটি প্রশ্ন থাকতে পারে প্রতিটা লিড বা ফর্ম পুরনের জন্য আপনি কত পাবেন ?
CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$4 আয় হয়।

কোথায় পাবেন সিপিএ অফার গুলোঃ

বিশ্বে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে। তবে সব সিপিএ নেটওয়ার্ক বিশ্বস্ত নয়। অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যাদের ভালো কোন অফার নেই। এখানে ভালো অফার বলতে যে অফার গুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোন সিপিএ নেটওয়ার্ক একটি অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে। কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশিদিন থাকে না। সুতরাং সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার। বর্তমানে সেরা সিপিএ নেটওয়ার্ক গুলোর মধ্যে ৩ টি নিচে উল্লেখ করা হল। এই নেটওয়ার্ক গুলোতে আপনি ইনস্টান্ট এপ্রোভাল পাবেন। এরকম কয়েকটি নেটওয়ার্ক হলঃ সাইনআপ পদ্ধতিসহ
CPALead - সাইনআপ
Adwork Media - সাইনআপ 

কয়েকটি মোবাইল সিপিএ নেটওয়ার্ক YeahMobi,ClicksMob,Matomy,ClickDealer,Avazu,Private,Exchange (APX),GoWide .

এছাড়া Affpaying.com থেকে সিপিএ নেটওয়ার্ক এর Reviews দেখে সিপিএ নেটওয়ার্ক নির্বাচন করতে পারেন।

সিপিএ নেটওয়ার্ক এ রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইনআপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়। সেক্ষেত্রে নিচের এই লেখাটুকু কপি-পেস্ট করে দিন।

I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos and also advertising with ppc and ppv(bing ads,facebook ads and leadimpact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on Googles ranking system. I have been motivated by various people to start earning money on the web and I will dedicate a few hours of my day to achieve this. I hope to be earning with your website soon.

যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেন। ইনসেনটিভ ট্রাফিক মানে আপনি ঘুষ দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা।  Website URLs: youtube.com

যেভাবে সাহজে অফার সিলেকসন এবং এনালাইসিস করবেন? 

বিভিন্ন ভাবে অফার সিলেকসন এবং এনালাইসিস করা যাই। সরাসরি আপনার নেটওয়ার্ক থেকে অফার সিলেকসন করতে পারেন।এছাড়া AffplusOffervaultoDigger এর সাহায্য নিতে পারেন।এগুলোতে সিপিএ অফার গুলো বিস্তারিত পাওয়া যায়।

যেভাবে আপনি অফার গুলো প্রোমট করবেনঃ

আপনি যখন কোন সিপিএ নেটওয়ার্ক সাইটে এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনার পছন্দমত অফার বাছাই করবেন। সেই অফারে আপনার লিংকটি পাবেন। সেই লিংকটিই আপনি প্রোমট করবেন। 

অফার  বিভিন্নভাবে প্রোমট করা যাই Paid method,Free method, Email marketing ইত্যাদি।সবচেয়ে লাভজনক পেইড মেথড। তবে নতুন হিসাবে ফ্রী মেথড এ কাজ করা ভাল।
Paid method: Facebook paid ads,7seach,Bing Adwords,Google Adwords এগুলা থেকে ভাল সাফল্য পাওয়া সম্ভব।
Free method: আর্টিকেল মার্কেটিং,ইউটিউব ভিডিও মার্কেটিং, ব্লগ টিউমেন্টটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমন- ফেসবুক, টুইটার পিন্টারেস্ট ইত্যাদি।
Email marketing: ইমেইল মার্কেটিং সিপিএ মার্কেটিং এর জন্য অন্যতম একটি ট্রাফিক সোর্স।সবচেয়ে ভাল হয় যারা Craigslist থেকে ইমেইল Collection করতে পারবেন।আমার দেখা Craigslist মার্কেটারা দিন এ ২০০-৫০০ ডলার ইনকাম করে সিপিএ মার্কেটিং থেকে শুধু ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

কিভাবে পেমেন্ট তুলবেন?

পেমেন্ট বিভিন্ন ভাবে তুলতে পাবেন। যেমন : পেপাল,পেওনিওর,ব্যাংক ট্রান্সফার ইত্যাদি মারধ্যমে।বর্তমান বাংলাদেশ এ পেপাল না থাকার কারনে পেওনিওর অথবা ব্যাংক ট্রান্সফার এর মারধ্যমে টাকা তুলতে পাবেন। কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক এ চেক এর ও বাবস্তা রয়েছে। সাধারনত ৫০ থেকে ১০০ ডলার হলেই টাকা তুলতে পাবেন।তবে বিভিন্ন নেটওয়ার্ক এ বিভিন্ন নিয়ম।

টিউন টি ভাল লাগলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আস্তে পারেন ফেসবুক পেজ 

Friday, 27 November 2015

CPA network site



CPALead is a unique affiliate ad network that’s been into the this business from long time. CPALead was started in 2006 and from then on, they have gathered a lot of good reputation from affiliates and publishers. They are incentive based CPA network with various monetizing options. 
The platform is decent enough and gives you vast knowledge on various ways of increase your revenue. Link locker, File Locker, Banner Ads, Exit Tools and various other formats will help you boost income from your traffic. 

Number of offers : 2000+ 
Commission type : CPA, CPL, Content Locking 
Minimum Payment : $50 
Payment Frequency : Net-30, Net-15, Weekly, Early Payment (upon request) 
Payment Method : Check, PayPal, Wire, Payoneer, ACH (Direct Deposit) 
Referral Commission : 5%